The New Maqsood O' dHAKA Video - Jooger Montrona - 2014

https://www.youtube.com/watch?v=0vcyii-NJMA

Tuesday, April 28, 2020

সিয়াম সাধনার গোপন কথা ও আমাদের পেটুক ভ্রষ্টাচার / পর্ব ১



মাকসুদুল হক 

(২০১৩র মূল ইংরেজি লেখার বঙ্গানুবাদ করেছেন   Zahed Ahmed) 

যা জানো না তা স্বীকার করোতোমার জানা নিয়া তুমি বিনয়ী হওতুমি আজকে যা জানলে তা ধারণ করোসবসময় যে সচেষ্ট  সত্যনিষ্ঠ সে- তোমার জন্য শ্রেষ্ঠ

রামাদান  বা রমজান হচ্ছে ‘সোয়ম’ পালনের মাসবাংলায় আমরা বলি সিয়াম সাধনার মাসযখন মাসব্যাপীসংযম রক্ষার ঐশী নির্দেশ রয়েছে অনেকেই আমরা আহ্নিক মেনে উপবাস করিখাদ্যগ্রহণ থেকে বিরত থাকি 
দীর্ঘ উপোস করার ব্যাপারটা চৌদ্দ ঘণ্টা বা তারও বেশি হয়ে থাকে যেটা নির্ভর করে বিশ্বের কোন গোলার্ধে আপনিবাস করছেন তার ওপর এবং বেশিরভাগ মুসলিমের কাছে এই উপবাস থাকাটাই সিয়াম/সোয়ম হিশেবে গ্রাহ্য। 

উপবাস বা ‘রোজা’ পালনের পাশাপাশি সালাত বা নামাজ  অন্যান্য অনেক উপাসনা-আরাধনার মাধ্যমে আমরাআল্লাহর ‘সন্তুষ্টি’ লাভের চেষ্টা করে থাকি এবং সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের উপর করুণা  কৃপা বর্ষণ করেন বলেইবিশ্বাস করি।

কাজেইউপবাস করা ছাড়াও রোজার দিনের পালনীয় আচারকৃত্যের তালিকা অনেক দীর্ঘ। ভোরের আগে জেগেউঠে সেহরিদিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কোরান তেলাওয়াতরাতের বেলায় বিশেষ তারাবি নামাজ এবংঅন্যান্য অনেক ইবাদত-বন্দেগি। 

এবং এইসবের মাঝখানে একটা আকর্ষণীয় অংশ হচ্ছে সন্ধেবেলা ব্যয়বহুল বিচিত্র খানাপিনার ইফতার যার মধ্যদিয়ে সারাদিনের দীর্ঘ উপবাস আনুষ্ঠানিকভাবে ভাঙা হয় এবং পরবর্তী সেহরির আগ পর্যন্ত অবারিত খানাপিনাচালানো যায়। 

এখানে উল্লেখ্য যে বেশিরভাগেরই ধারণা রোজা পালনের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করি বা আল্লাহর ‘সন্তুষ্টি’  লাভের চেষ্টা করিকিন্তু রোজার তাৎপর্যপূর্ণ দিকটা হচ্ছে যে এর মাধ্যমে গরিবের অনাহারজনিত কষ্ট উপলব্ধিকরবার এবং এর থেকে হতদরিদ্রের সহায় হবার শিক্ষা অর্জন করা।

যা হোকউপোস করা বা রোজা পালন ব্যতিক্রমী কিছু নয়এমনও নয় যে এটা খালি ইসলাম ধর্মেই আছেএকেশ্বরবাদী বিশ্বাসে বলীয়ান প্রায় সমস্ত ধর্মে এই আচারকৃত্য অবশ্যপালনীয় হিশেবে বিভিন্ন ধরনে বিভিন্ন মেয়াদেজারি আছে। 

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে এই কৃত্যাচারটি কেবল কয়েকটি দিনের বা মাসের মেয়াদি জিনিশ নয়এটা তাদের কাছেঅত্যন্ত কঠোর একটি শৃঙ্খলা এবং নানান নিয়মে বছরব্যাপীই প্রায় চালু। বৌদ্ধ ধর্মে সংযমের শিক্ষা অনেকপরিব্যাপ্ত।

কয়েক দিন বা কয়েক মাস কেবল নয়এমনও হয় যে বৌদ্ধ ভিক্ষুগণ মাসের পর মাস দিনের পর দিনতাদের সংযম সাধনা চালিয়ে যাচ্ছেন এবং আহার  অন্য সমস্ত জাগতিক আয়েশ বিলাস পরিহার করে চলছেনশুধুমাত্র পানি খেয়ে বেঁচে থাকছেন দিনের পর দিন এমন বৌদ্ধ ভিক্ষুগনের উদাহরণ আমরা জানি।  

বিশ্বাস করা হয় যে উপবাস তথা পানাহার থেকে বিরত থাকার নির্দিষ্ট সংযম পালনের দ্বারা মানুষ ধ্যানের এমনস্তরে উন্নীত হতে পারে যেখানে অন্য কোনোভাবেই উন্নীত হওয়া যায় না যার ফলেএই ধ্যানের মাধ্যমেমানুষ লাভকরে অসীম স্রষ্টায় লীন হবার সুখপরমের সাহচর্য অর্জনের উপায়। 

বৈজ্ঞানিকভাবে দেখা গেছে যেনিয়ৎ সহ যদি বিশেষভাবেই নির্দিষ্ট কতিপয় অনুশাসনপ্রক্রিয়া মান্য করে উপবাসঅব্যাহত রাখা হয় তাহলে মানুষের শারীরবৃত্তীয় পরিপাক-বিপাক ইত্যাদির প্রতিক্রিয়া প্রশমিতকরণের মাধ্যমেআমাদেরকে এমন দিকে ধাবিত করে যেদিক দিয়ে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় — এবং এভাবে এমন একটিজীবনে প্রবেশ করা সম্ভব যেখানে কেবলই নতুন নতুন আবিষ্কারের উদ্ভাসনে উজ্জ্বল  পারে আমাদের দুনিয়া।

আবিষ্কারগুলোবলা বাহুল্যশুধু শরীরবৃত্তীয় প্রশান্ত উদ্ভাসনেই সীমাবদ্ধ নয় বরং অনেক বেশি মানসকেন্দ্রী।

ঠিকঠাক নিয়ৎ  ঐকান্তিক ইচ্ছা দ্বারা চালিত হয়ে কেউ যদি রোজা রাখে তাহলে তার মানসজগতে পরিবর্তনআসে মস্তিষ্কে এর প্রভাব বহুমুখী এবং অত্যন্ত তাৎপর্যগভীরহাজার হাজার বছর ধরে তপস্বী ঋষি  সুফিদেরমধ্যে এই পানাহারনিবৃত্ত সংযমসাধনার উদাহরণ আমাদেরকে এই ইঙ্গিতই দেয় সুস্পষ্টভাবে। 

মুসলমানদের কাছে সোয়ম বা সংযম হচ্ছে এমন এক তপস্যা যা ধার্মিক তাৎপর্যমণ্ডিতএছাড়াও এর ফলেমানবদেহ  মানবমন পরিশুদ্ধ হয়এর মাধ্যমে মানবিক ক্ষুদ্রাতিক্ষুদ্র চৈতন্য  সঙ্কীর্ণতা থেকে মুক্ত হয়ে মানুষবৃহতের দিকে ধাবিত হয়বা আরেকভাবে বলা যায় যে এর মধ্য দিয়ে মানুষ ‘স্রষ্টার চৈতন্য’ বা ‘তাকওয়া’ লাভেরপথে অগ্রসর হতে পারে।

চলবে......

No comments: