আমার মনে হয় এই মুহর্তে আমাদের সব চাইতে জরুরি ভিত্তেতে যেটা দরকার তা হলো এই সকল ওয়াহাবী/সালাফি/শরীয়তি ইসলাম পসন্দ আলেম উলেমা মল্লাহ্দের সাথে একটা প্রকাশ্য সম্ভব হলে টেলিভিশন এর মাধ্যমে 'বাহাস' বা 'ইজিতিহাদ' তথা যুক্তিতর্কে বসা | অনেক যুগ অনেক কাল পেড়িয়ে গেছে উনাদের এক তরফা ভুয়া ইসলাম এর মন্ত্র গিলতে গিলতে | অনেক বাজে কথা ওয়াজ মহফিলে, মসজিদে বলা হয় যা সব এক তরফা 'বয়ান' যেন সয়ং আল্লাহ নিজেই কথা বলছেন | কোনো রকম পাল্টা প্রশ্ন করা, আলেমদের কে নাকি 'বেইজ্জতি' করা| সেটা 'হারাম' উনাদের ভাষ্য মতে | এমনকি রাসুলাল্লাহ কে নিয়ে এদের মিথ্যা অধিকংশ হাদিস আমরা মেনে নিয়েছি সত্য বলে | আজকের দন্ড 'প্রকৃত ইসলাম' ও 'পোশাক ধারী মোসলমানের' দন্ড | যতই চেষ্টা করেন কোনো লাভ নেই কারণ আদতে আমরা ধর্ম সংক্রান্ত কোনো আলাপ 'স্পর্শকাতর' এর সিল দিয়ে বাক্সবন্দী করে রেখেছি স্বাধীনতার পর থেকে | 'প্রগতিশীল' আওয়ামী লিগ বলেন, 'মৌলবাদী' বিএনপি বলেন, জামাত বলেন আর হেফাজাত, আল কাইদা বা আইসিস বলেন - সবাই তো ওই একই ওয়াহাবী/সালাফি/শরীয়তি ইসলামের ধারক বাহক এবং প্রতিপালক! কি ভাবে ওদের সাথে লড়বেন যখন প্রকৃত ইসলাম, খেটে খাওয়া মেহনতি মানুষের, দরিদ্র মানুষের মোহাম্মদী ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র জ্ঞান বা ধারণা নেই আপনাদের?
Site authored/edited and moderated by the Bangladesh based anti-establishment jazz-rock-fusion musician Maqsoodul Haque (Mac) in his continued research into the Bauls of Bengal, and connecting it to the universal quest for salvation from despair, a quest into the inner unfathomable depths of the complex creature called mAN? Bauliana was released as a book in Bangladesh on the 4th June 2007 To contact Mac: machaque@gmail.com Jah Bauliana /\
The New Maqsood O' dHAKA Video - Jooger Montrona - 2014
https://www.youtube.com/watch?v=0vcyii-NJMA
No comments:
Post a Comment